TAKE LOVE FROM DREAM DU
পরিচালকের বাণী
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম । সময়টা ছিল ২০১৫ সাল
, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী
উপজেলার সুবিধাবঞ্চিত ছেলে মেয়েরা পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্স
পেয়ে একটি রেকর্ড গড়ে । সেবার ১০ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে , ১ জন রুয়েটে , ১
জন ঢাকা মেডিকেল কলেজে এবং ১ জন ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ার
সুযোগ পায় । মূলত এর পিছনে সব চাইতে বড় কারণ ছিল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারা ।
আমরা সময় উপযোগী পরামর্শ দিতে পেরেছিলাম এই জন্য নিজেদেরকে ভাগ্যবান মনে
করি । একটা বাস্তব সত্য কি জানেন ? মানুষ মন থেকে যা চায় তা যদি তাকে করতে
দেয়া হয় , সাফল্য সে পাবেই । কিন্তু কখন কি করতে হবে এই বিষয়টা যদি একজন
অভিজ্ঞ মানুষ আমাদের বলে দেন , তাহলে সফলতা অর্জনের পথ অনেকটা সহজ হয়ে
যায় । বিশ্ববিদ্যালয় কোচিং করার সময় বড় ভাই বা আপুর একটি পরামর্শ আপনার
জীবনটাকে এক নিমিষেই পরিবর্তন করে দিতে পারে ।
কীভাবে ? উত্তরটা খুবই সহজ । তারা এই কঠিন পথটা পাড়ি দিয়েছেন
, সুতরাং তারা
জানেন কীভাবে তা পাড়ি দিতে হয় । এলাকার ছাত্রদের সুযোগ করে দিতেই প্রথমত
আমরা এই প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুভব করি এবং সূচনাও করে ফেলি ।
প্রথম বছরের অবিশ্বাস্য সাফল্য এর পরিধি বাড়াতে আমাদেরকে ব্যাপকভাবে অনুপ্রাণিত
করে । আর দরিদ্র মেধাবীদের জীবন পরিবর্তনে আমরা এতটা আনন্দ পেয়েছি তা ভাষায়
প্রকাশ করা যায় না । যে ছেলেটার আজ গার্মেন্টস এ কাজ করার কথা
, সে ঢাকা
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দাপিয়ে বেড়াচ্ছে সামান্য একটু সহযোগিতার কারণে ।
এটা আমাদের জন্য অনেক বড় অর্জন । সকলের মহৎ মানবিক গুণাবলি বিকাশ করে
এবং জাতি হিসেবে অনেক বেশি শিক্ষিত হয়ে নিজেদের পরিবর্তনের স্বপ্ন দেখাটাই
আমাদের লক্ষ্য হওয়া উচিত । কয়েকজন স্বপ্নবাজ তরুণের ওপর আপনারা আস্থা রেখে
দেখতে পারেন , আশা করি আপনারা নিরাশ হবেন না ।
পড়াশোনার একটা ভালো পরিবেশ , খাবার ও আবাসনের যতটুকু নিশ্চয়তা
দেওয়া সম্ভব আমরা তাই দিবো ইনশাআল্লাহ ।
শুভকামনায় ,
আতিফ ইফতেশাম,
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
,
ঢাকা বিশ্ববিদ্যালয় ।
পরিচালক,
Dream DU Admission Hostel,
Cell : 01755 - 425 238